উত্তরদিনাজপুর

প্রিসাইডিং অফিসারের মৃত্যুকান্ডে সিবিআই তদন্তের দাবি করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুকান্ডে সিবিআই তদন্তের দাবি নিয়ে তাঁর মাকে দিয়ে হাইকোর্টে আপিল করা হচ্ছে। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উচ্চ আদালতে এই লড়াই করবেন"। শুক্রবার রায়গঞ্জে এসে মৃত প্রিসাইডিং অফিসার স্কুল শিক্ষক রাজকুমার রায়ের বাড়িতে পরিবারের সাথে দেখা করে, এমন কথাই বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান।

    উল্লেখ্য, গত ১৪ মে পঞ্চায়েত ভোটের ডিউটি নিয়ে প্রিসাইডিং অফিসার হিসেবে ইটাহারের লক্ষীপুর প্রাথমিক স্কুলে ৪৮ নম্বর বুথে কাজে যোগ দিয়েছিলেন রায়গঞ্জের বাসিন্দা রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়। ভোটের দিনই ভোট চলাকালীন সন্ধ্যায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়। পরদিন ১৫ ই মে সন্ধ্যায় রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেললাইনের ধারে রাজকুমার রায়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। প্রিসাইডিং অফিসার শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে আন্দোলনে নামে সর্বস্তরের শিক্ষক সমাজ। আর এই ঘটনায় সিবিআই তদন্তের দাবী নিয়ে রায়গঞ্জে এসে জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মোহিত সেনগুপ্তকে সাথে নিয়ে মৃত রাজকুমার রায়ের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান।

    এদিন কংগ্রেস নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান মৃত প্রিসাইডিং অফিসার শিক্ষক রাজকুমার রায়ের পরিবারের সাথে দেখা করেন। সেই সঙ্গে তিনি জানান, এই লড়াই শেষ হয়ে যায়নি। মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও ঘটনার ন্যায় বিচারের দাবিতে লড়াই চলবে। তার অভিযোগ, রাজ্যের শাসকদল খুন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর যে নীতি নিয়ে চলছে এক্ষেত্রেও সেই ঘটনাই ঘটেছে। প্রিসাইডিং অফিসার শিক্ষক রাজকুমার রায়কে পঞ্চায়েত ভোটের দিন খুন করা হয়েছিল। কিন্তু উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এটাকে আত্মহত্যা বলে চালিয়েছে। এর প্রতিবাদে কংগ্রেস লড়াই করবে বলে তিনি জানান।